January 16, 2026 10:53 AM

printer

তেল আভিবে ভারতীয় দূতাবাস, সেখানকার বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে ভারতীয়দের বিশেষ প্রয়োজন ছাড়া ইজরায়েল সফর না করার পরামর্শ দিয়েছে

তেল আভিবে ভারতীয় দূতাবাস, সেখানকার বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে ভারতীয়দের বিশেষ প্রয়োজন ছাড়া ইজরায়েল সফর না করার পরামর্শ দিয়েছে। যেসব ভারতীয় বর্তমানে ইজরায়েলে রয়েছেন, তাঁদের পরিস্থিতির ওপর বিশেষ নজর রাখতে এবং ইজরায়েলী কর্তৃপক্ষের জারি করা নিরাপত্তা সংক্রান্ত নীতি নির্দেশিকা কঠোরভাবে মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে। জরুরী পরিস্থিতিতে তাঁদের, ভারতীয় দূতাবাসের ২৪ ঘন্টার হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে বলা হয়েছে।

( হেল্প লাইন নম্বর হলঃ- ৯৭২৫৪-৭৫২০৭১১  এবং ৯৭২৫৪-৩২৭৮৩৯২ )