July 20, 2025 2:51 PM

printer

তেলেঙ্গানা রাজ্য সরকারের নিযুক্ত স্বাধীন বিশেষজ্ঞ গোষ্ঠী জাতি গত সমীক্ষা সংক্রান্ত রিপোর্ট জমা দিয়েছে।

তেলেঙ্গানা রাজ্য সরকারের নিযুক্ত স্বাধীন বিশেষজ্ঞ গোষ্ঠী জাতি গত সমীক্ষা সংক্রান্ত রিপোর্ট জমা দিয়েছে। গত সন্ধ্যায় মুখ্যমন্ত্রী এ. রেবন্ত রেড্ডির হাতে এই রিপোর্ট তুলে দেওয়া হয়। সরকারি সূত্রে এক বিবৃতিতে জানানো হয়েছে, জাতি গণনার জন্য কমিটি বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি অনুসরণ করেছে। সামাজিক সাম্য, ক্ষমতায়ন এবং পিছিয়ে পড়া সম্প্রদায়ের অবস্থানগত উন্নতির জন্য নানা সুপারিশ করা হয়েছে। চলতি বছরের মার্চে সরকার ১১ সদস্যের এই উচ্চপর্যায়ের স্বাধীন কমিটি গঠন করে। এর নেতৃত্বে আছেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি সুদর্শন রেড্ডি।