August 28, 2025 7:44 PM

printer

তেলেঙ্গানায়, ভারী বৃষ্টিপাতে বিভিন্ন জেলায় স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত।

তেলেঙ্গানায়, ভারী বৃষ্টিপাতে বিভিন্ন জেলায় স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত।

কামারেড্ডি, মেদাক, নির্মল সহ একাধিক জেলায় গতকাল প্রবল বৃষ্টি হয়েছে।  কামারেড্ডিতে একটি এলাকায় আজ সকাল পর্যন্ত, সর্বাধিক ১৪৯ দশমিক ৮’মিলিমিটার বৃষ্টি হয়েছে। বেশ কয়েকটি গ্রাম জলমগ্ন হয়ে পড়ায়, অন্যান্য এলাকার সঙ্গে তাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। প্রায় সবক’টি জলাধার থেকেই ছাড়া হচ্ছে জল। তাতে পরিস্থিতি আরো ঘোরতর হয়েছে।  

এদিকে আওহাওয়া দপ্তর আজ তেলেঙ্গানার ১৬ টি জেলায় ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে। ত্রাণ ও উদ্ধার কাজ শুরু করেছে ভারতীয় সেনা। বিপর্যস্ত এলাকাগুলিতে নৌকা করে খাবারের পাশাপাশি পৌঁছে দেওয়া হচ্ছে ওষুধ ও অন্যান্য ত্রাণ সামগ্রী। জনগণকে সতর্ক থাকতে বলা হয়েছে।  

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।