তেলেঙ্গানার সাঙ্গারেড্ডি জেলায় একটি রাসায়নিক কারখানায় বিস্ফোরণে কমপক্ষে ১২ জন কর্মীর মৃত্যু হয়েছে। আহত ২৬ জন। বিস্ফোরণের পরই সিগাছি ইন্ডাস্ট্রিতে এই বিস্ফোরণের পরই আগুন ধরে যায়। জাতীয় ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী ঘটনাস্থেল রয়েচে। বিস্ফোরণের কারণ এখনও জানা যায়নি।
মুখ্যমন্ত্রী রেভান্থ রেড্ডি আহতদের যথাযথ চিকিত্সার বন্দোবস্ত করতে নির্দেশ দিয়েছেন। কেন্দ্রীয় কয়লা মন্ত্রী জি কিষাণ রেড্ডি জানিয়েছেন, উদ্ধার অভিযানে কেন্দ্রীয় সংস্থাগুলি সবরকম সহয়াতার জন্য প্রস্তুত।
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঘটনায় গভীর মর্মবেদনা প্রকাশ করেছেন। সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে এক পোস্টে শ্রীমতি মুর্মু আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।
প্রধানমন্ত্রী মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছেন।