তেলেঙ্গানার রাজধানী হায়দ্রাবাদে উৎপাদন এবং বিশ্বব্যাপী ওষুধ সরবরাহের ক্ষমতা সম্প্রসারণের জন্য মার্কিন ওষুধ প্রস্তুতকারী সংস্থা এলাই লিলি ১ শো কোটি মার্কিন ডলার বিনিয়োগ করার কথা জানিয়েছে। গতকাল তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী এ রেভান্থ রেড্ডি এবং রাজ্যের শিল্পমন্ত্রী ডি শ্রীধর বাবুর সঙ্গে এলাই লিলির এক প্রতিনিধি দল দেখা করার পর এই ঘোষণা করা হয়েছে। চলতি বছরের আগস্টে হায়দ্রাবাদে ওষুধ প্রস্তুতকারি এই সংস্থাটি তাদের গ্লোবাল ক্যাপাবিলিটি সেন্টার-জিসিসি-র উদ্বোধন করে। একটি সরকারী বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অন্যান্য বেশ কয়েকটি রাজ্যের আগ্রহ সত্ত্বেও, অনুকূল পরিবেশ, পরিকাঠামো এবং দক্ষ কর্মী থাকায় তেলেঙ্গানাকে বেছে নেওয়া হয়েছে।
Site Admin | October 7, 2025 9:42 AM
তেলেঙ্গানার রাজধানী হায়দ্রাবাদে উৎপাদন এবং বিশ্বব্যাপী ওষুধ সরবরাহের ক্ষমতা সম্প্রসারণের জন্য মার্কিন ওষুধ প্রস্তুতকারী সংস্থা এলাই লিলি ১ শো কোটি মার্কিন ডলার বিনিয়োগ করার কথা জানিয়েছে।