July 13, 2025 8:31 AM

printer

তেলেঙ্গানার নিষিদ্ধ সিপিআই মাওবাদী গোষ্ঠীর ছয় সদস্য ভদ্রাদ্রি কোঠাগুদাম জেলা পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে।

তেলেঙ্গানার নিষিদ্ধ সিপিআই মাওবাদী গোষ্ঠীর ছয় সদস্য ভদ্রাদ্রি কোঠাগুদাম জেলা পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে। পরিবারের সঙ্গে শান্তিপূর্ণ জীবন কাটাতে চেয়ে তাদের এই পদক্ষেপ। 

      জেলা পুলিশ সুপার রোহিত রাজু জানিয়েছেন, মাওবাদীদের জন্য রাজ্য সরকারের গৃহীত কল্যাণমূলক বিভিন্ন পদক্ষেপের প্রতি মাওবাদীরা রররর হয়েছেন। তিনি বলেন আত্মসমর্পণকারী মাওবাদী এবং উপজাতি মানুষজনের জন্য জেলা পুলিশের ‘অপারেশন চেয়ুথা’ য় কল্যাণমূলক নানা পদক্ষেপের কথা জানার পর ঐ ছ’জন আত্মসমর্পণ করেন। তিনি আরো জানান, চলতি বছরে জেলা পুলিশের কাছে এ পর্যন্ত ৩০০ জন মাওবাদী আত্মসমর্পণ করেছে।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।