তেলঙ্গানার হায়দ্রাবাদে নিষিদ্ধ সিপিআই (মাওবাদী)-র তিনজন রাজ্য কমিটির সদস্য সহ মোট ৩৭ জন আজ আত্মসমর্পণ করেছে। এদের মধ্যে মহিলা রয়েছেন ২৫ জন। তেলঙ্গানা পুলিশের মহানির্দেশক বি শিবধর রেড্ডির কাছে তারা আত্মসমর্পণ করেন। একটি কে-৪৭ রাইফেল সহ ৮টি আগ্নেয়াস্ত্র এবং কিছু তাজা গুলিও তারা জমা দেন। পরে শিবধর রেড্ডি বলেন, সাম্প্রতিককালে এটি মাওবাদীদের কাছে সবচেয়ে বড় ধাক্কা। আত্মসমর্পণকারী তিনজন রাজ্য নেতার মধ্যে রয়েছেন মুলুগু জেলার আজাদ ওরফে কৈয়াদা সাম্বাইয়া, পেদ্দাপল্লি জেলার বাসিন্দা রমেশ ওরফে আপ্পাসি নারায়ণ এবং সুকমা জেলার বাসিন্দা ইরা ওরফে মুচাকি সোমাদা।
হিংসা ত্যাগ করে সমাজের মূল স্রোতে ফিরে আসার জন্য রাজ্য সরকারের আবেদনে সাড়া দিয়ে এরা আত্মসমর্পণ করেছেন। শিবধর রেড্ডি বলেন ক্রমাগত অভিযান, আদর্শগত মতবিরোধ এবং অভ্যন্তরীণ বিভেদ চলাচলের বিধিনিষেধ এই অঞ্চল জুড়ে সিপিআই (মাওবাদী) কে দুর্বল করে দিয়েছে।
রাজ্য কমিটির সদস্যদের ২০ লক্ষ টাকা সহ মোট পুরস্কারের পরিমাণ ১ কোটি ৪১ লক্ষ ৫ হাজার টাকা, যা চেক এবং ডিমান্ড ড্রাফ্টের মাধ্যমে হস্তান্তর করা হয়েছে ।