January 19, 2026 9:27 PM

printer

তৃতীয় বাছাই মার্কিন যুক্তরাষ্ট্রের কোকো গউফ উজবেকিস্তানের কামিলা রাখিমোভাকে ৬-২, ৬-৩ সেটে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে পৌঁছেছেন।

সার্বিয়ার নোভাক জোকোভিচ, পোল্যান্ডের ইগা সুইয়াতেক অস্ট্রেলিয়ান ওপেন টেনিসের দ্বিতীয় রাউন্ডে উঠেছেন। আজ প্রতিযোগিতার  দ্বিতীয় দিনে পুরুষদের সিঙ্গলসে চতুর্থ বাছাই জোকোভিচ, স্পেনের পেড্রো মার্টিনেজকে ৬-৩, ৬-২, ৬-২ স্ট্রেট সেটে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন।

ষষ্ঠ বাছাই অস্ট্রেলিয়ার অ্যালেক্স ডি মিনাউর মার্কিন যুক্তরাষ্ট্রের মেকেনজি ম্যাকডোনাল্ডকে ৬-২, ৬-২, ৬-৩ সেটে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে ওঠেন। এদিকে, সপ্তম বাছাই কানাডার ফেলিক্স অগার আলিয়াসিমে আজ পর্তুগালের নুনো বোর্জেসের বিরুদ্ধে প্রথম রাউন্ডের ম্যাচে তৃতীয় সেটের পরই পায়ের চোটের কারণে ওয়াকওভার দিয়ে দেন। প্রথম সেট আলিয়াসিমে ৬-৩ এ জিতে নেন, দ্বিতীয় ও তৃতীয় সেট বোর্জেস ৬-৪, ৬-৪ এ জিতে নেন।

মহিলাদের সিঙ্গলসে পোল্যান্ডের ইগা সুঁইয়াতেক, চীনের ইউ য়ুয়ানকে ৭-৬, ৬-৩ সেটে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে পৌঁছেছেন।

তৃতীয় বাছাই মার্কিন যুক্তরাষ্ট্রের কোকো গউফ উজবেকিস্তানের কামিলা রাখিমোভাকে ৬-২, ৬-৩ সেটে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে পৌঁছেছেন। প্রথম রাউন্ডের ম্যাচে ষষ্ঠ বাছাই মার্কিন যুক্তরাষ্ট্রের জেসিকা পেগুলা আনাসতাসিয়া জাখারোভাকে ৬-২, ৬-১ সেটে হারিয়ে দিয়েছেন।

চতুর্থ বাছাই মার্কিন যুক্তরাষ্ট্রের আমান্ডা আনিসিমোভা সুইজারল্যান্ডের সিমোনা ওয়ালটার্টকে ৬-৩, ৬-২ সেটে হারিয়ে দিয়েছেন। অষ্টম বাছাই মিরা আন্দ্রিভা ক্রোয়েশিয়ার ডোনা ভেকিচকে ৪-৬, ৬-৩, ৬-০ সেটে হারিয়ে দেন। 

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।