November 18, 2025 8:29 PM

printer

তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কলকাতার হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করেছে রাজভবন।

তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কলকাতার হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করেছে রাজভবন। সম্প্রতি তৃণমূল সাংসদ দাবি করেছিলেনরাজভবনে বন্দুক বোমা মজুত করা হচ্ছে। রাজভবনের তরফে আজ জানানো হয়েছেওই মন্তব্যের জন্য কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১৫১১৫২১৯৭১৯৬(১)-এবং b, ৩৫৩ (২) ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে। ‌তৃণমূল সাংসদ যে অপরাধ করেছেন তা জামিন অযোগ্য বলে রাজভবন জানিয়েছে।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।