ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী কর্মসূচির মধ্য দিয়ে নির্বাচন কমিশন বাংলা বিরোধী ষড়যন্ত্র রচনা করছে বলে তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অভিযোগ করেছেন। এ ব্যাপারে নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়ে তোপ দেগে তিনি বলেন, গোটা দেশে বাংলা ভাষা ও বাংলাভাষীদের উপর সন্ত্রাস চলছে। এর প্রতিবাদে আগামী ২৭ শে জুলাই থেকে প্রতি শনি ও রবিবার সব ভাষাভাষী মানুষকে নিয়ে ভাষা আন্দোলন করার ডাক দিয়েছেন তিনি। মতুয়া, রাজবংশী সহ সমস্ত সংখ্যালঘু সম্প্রদায়ের উপর আক্রমনের পাশাপাশি তাঁদের নাম ভোটার তালিকা থেকে বাদ দিয়ে বিদেশি প্রমাণ করা চক্রান্ত চলছে বলেও মুখ্যমন্ত্রীর অভিযোগ। রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে ধর্মতলায় আজ ২১-শে জুলাই বার্ষিক শহিদ সমাবেসের মঞ্চ থেকে তৃণমূল কংগ্রেস নেত্রী বলেন, বিজেপি আর কমিশনের মধ্যে চক্রান্ত চলছে। বিহারে যেভাবে নির্বাচন কমিশন ‘SIR’ ব্যবস্থা চালিয়ে ভোটার তালিকা নিয়ে কারসাজি করেছে, সেটা বাংলায় চালু করার চেষ্টা হলে কমিশনের অফিস ঘেরাও করা হবে বলে হুঁশিয়ারী দেন তিনি।
সরকারি প্রকল্প ও কর্মসংস্থানের প্রসঙ্গ তুলে তিনি বলেন, রাজ্য সরকারে জাতি,ধর্ম,বর্ণ, ভাষা নির্বিশেষে সকলের উন্নয়নে বদ্ধ পরিকর এবং তার জন্য রাজ্যে ৩৪টি প্রকল্প রয়েছে। এ রাজ্যে বেকারত্বের হার ৪০ শতাংশ কমেছে বলেও তিনি দাবি করেন।
তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, ভোটার তালিকায় সংশোধন নিয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস দিল্লিতে বৃহত্তর আন্দোলন করবে। তিনি অভিযোগ করেন, নির্বাচন কমিশন এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে কাজে লাগিয়ে কেন্দ্র, বিরোধী দলগুলির কণ্ঠ রোধ করতে চাইছে।