মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

February 26, 2025 12:18 PM

printer

তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আগামীকাল কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দলীয় নেতাদের এক বৈঠক ডেকেছেন।

তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আগামীকাল কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দলীয় নেতাদের এক বৈঠক ডেকেছেন। দলীয় নেতৃত্বের সঙ্গে ঐ বৈঠকে তিনি দলের সাংগঠনিক অবস্থা খতিয়ে দেখার পাশাপাশি আগামী বছর বিধানসভা নির্বাচনের আগে রণকৌশল স্থির করা হবে বলে মনে করা হচ্ছে। দলের নেতাদের কাছে বেশ কিছু সাংগঠনিক বার্তাও পৌঁছে দেবেন তৃণমূল কংগ্রেস নেত্রী। এই বৈঠকে দলের সর্বস্তরের নেতাদের থাকতে বলা হয়েছে। থাকবেন, জেলা সভাপতি, বিধায়ক, সাংসদ, ব্লক, মহকুমা, পুরসভা ও পঞ্চায়েতের জনপ্রতিনিধিরা ও।
বৈঠকে মুখ্যমন্ত্রী সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা যাতে সহজে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়, সেই বার্তা দেবেন বলে মনে করা হচ্ছে।
পাশাপাশি সংগঠনের বিভিন্ন স্তরে হতে পারে বেশ কিছু রদবদল।