তৃণমূল কংগ্রেসের শিবির থেকে এসআইআর ফর্ম পূরণ না করানোর আর্জি জানিয়েছে বিজেপি। কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেন, শাসক দলের শিবিরে আবেদন পত্র ভুলভাবে পূরণ করা হচ্ছে। এর ফলে তা বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
এদিকে রাজ্যে সাম্প্রতি কয়েকটি মৃত্যু প্রসঙ্গে বিরোধী দলনেতা বলেন, পরিকল্পিতভাবে এই ঘটনাগুলির জন্য এসআইআর-কে দায়ী করছে তৃণমূল কংগ্রেস। পরিবারের ওপরেও এনিয়ে, চাপ তৈরি করা হচ্ছে বলে তাঁর অভিযোগ। এস আই আর-এর বিরোধিতায় শাসক দল যে নিন্দা প্রস্তাব আনার সিদ্ধান্ত নিয়েছে, বিজেপি তার প্রতিবাদ জানাবে বলেও উল্লেখ করেন তিনি।