তৃণমুল মুখপাত্র কুণাল ঘোষের বিরুদ্ধে অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীর দায়ের করা মানহানির মামলায় কুণাল ঘোষকে কোনোরকম বিতর্কিত মন্তব্য করা থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।
বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায় আজ ওই মামলার শুনানিতে জানিয়েছেন, মিঠুন বা তাঁর পরিবারের কোনো সদস্য সম্পর্কে বিরূপ মন্তব্য করতে পারবেন না কুণাল। ডিসেম্বর মাসে মামলার পরবর্তী শুয়ানি।
উল্লেখ্য, কুণাল ঘোষ-এর বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা করেছিলেন মিঠুন চক্রবর্তী।