November 12, 2025 12:40 PM

printer

তুরস্কের একটি পণ্যবাহী সেনা বিমান ২০ জন যাত্রী নিয়ে আজারবাইজান থেকে যাওয়ার পথে জর্জিয়াতে ভেঙে পড়েছে

তুরস্কের একটি C-130 পণ্যবাহী সেনা বিমান ২০ জন যাত্রী নিয়ে আজারবাইজান থেকে যাওয়ার পথে জর্জিয়াতে ভেঙে পড়েছে। হতাহতের সংখ্যা এখনও স্পষ্ট করে জানা যায়নি। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, বিমানকর্মী সহ ওই উড়ানে ২০ জন যাত্রী ছিলেন। কিন্তু যাত্রীরা কোন দেশের নাগরিক সেসম্পর্কে কোন অতিরিক্ত তথ্য সরবরাহ করা হয়নি। ইতিমধ্যে স্হানীয় গণ মাধ্যম জানিয়েছে, আমেরিকার তৈরি ওই বিমানে তুরস্কর এবং আজারবাইজানের যাত্রী ছিলেন। কিন্তু তাদের সংখ্যা জানানো হয়নি। তুরস্কারে রাষ্ট্রপতি তায়েপ এরদোগান এই বিমান দুর্ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন। তুরস্কে আমেরিকার রাষ্ট্রদূত টম বারাক এক্স হ্যান্ডে এই দুঃখজনক ঘটনায় মর্ম বেদনা প্রকাশ করে বলেছেন, এই দুঃসময় ওয়াশিংটন তার মিত্র তুরস্কের পাশেই রয়েছে।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।