নতুন ভোটাররা এবার থেকে অফলাইনে ভোটার তালিকায় নাম তুলতে পারবেন না। শুধুমাত্র অনলাইনেই নাম তোলা যাবে । ৬ নম্বর ফর্ম- পূরণ করে নতুন ভোটাররা নাম তুলতে পারবেন বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে।
এত দিন পর্যন্ত অফলাইন এবং অনলাইন দুই ভাবেই নাম তোলার আবেদন জানানো যেত। কমিশন সূত্রে খবর, বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচী এস আই আর চলাকালীন সেই প্রক্রিয়ায় পরিবর্তন করা হয়েছে। আপাতত অফলাইন নয়, অনলাইনেই নাম তুলতে হবে। আর এই অনলাইনে নাম তোলার ক্ষেত্রে আধার কার্ড বাধ্যতামূলক।
কমিশন জানিয়েছে, যে হেতু ‘ই-সাইন’-এর প্রয়োজন। তাই আধার কার্ডের মাধ্যমে ওটিপি দিয়ে তা করা হবে।
উল্লেখ্য, আগামী ৯ ডিসেম্বর নিবিড় সংশোধনের খসড়া তালিকা প্রকাশ করবে কমিশন। তার পরেই তালিকায় নাম তুলতে আবেদন করতে পারবেন নতুন ভোটাররা।