সিকিমের নাথুলা পাস হয়ে কৈলাশ – মানস সরোবর যাত্রা নির্বিঘ্নে পরিচালিত হচ্ছে। আজ তীর্থ যাত্রীদের ষষ্ঠ দলটি নাথুলা থেকে তিব্বতের স্বায়ত্তস্বাশিত অঞ্চলে প্রবেশ করেছে। ইতিমধ্যেই চারটি তীর্থ যাত্রীদের দল তাদের যাত্রা সম্পূর্ণ করেছে। এবছর আরও চারটি দল কৈলাশ – মানস সরোবর যাত্রায় অংশ নেবেন। পাঁচ দিনের প্রস্তুতি পর্বের পর তীর্থ যাত্রীরা চিকিৎসক ও অন্যান্য সহায়ক কর্মী সহ তাদের যাত্রা শুরু করছেন। আই টি বি পি, বি আর ও, বি এস এন এল এবং সিকিম সরকার যৌথভাবে এই যাত্রা সম্পন্ন করার লক্ষে কাজ করে যাচ্ছে।
Site Admin | July 19, 2025 5:53 PM
তীর্থ যাত্রীদের ষষ্ঠ দলটি নাথুলা থেকে তিব্বতের স্বায়ত্তস্বাশিত অঞ্চলে প্রবেশ করেছে।
