September 5, 2024 12:24 PM

printer

তীরন্দাজিতে পুরুষদের ব্যক্তিগত রিকার্ভ ওপেন ইভেন্টে গতকাল সোনা জেতেন হরবিন্দর সিং।

প্যারিস প্যারালিম্পিক্সে ভারত আরও দুটি সোনা জিতেছে। তীরন্দাজিতে পুরুষদের ব্যক্তিগত রিকার্ভ ওপেন ইভেন্টে গতকাল সোনা জেতেন হরবিন্দর সিং। এরপর পুরুষদের ক্লাব থ্রো এফ৫১-এর ফাইনালে, ৩৪.৯২ মিটারে নিক্ষেপ করে স্বর্নপদক জয় করেন ধরমবীর। একই ইভেন্টে প্রণব সুরমা ৩৪.৫৯ মিটার নিক্ষেপ করে রূপো পেয়েছেন।  

এর আগে পুরুষদের শটপাটে F46 বিভাগের ফাইনালে ভারতের শচীন খিলারি রূপো জেতেন। ১৬.৩/২ মিটার দূরে লোহার বল ছুঁড়ে দ্বিতীয় স্থান অর্জন করেন তিনি।

এই নিয়ে ৫টি সোনা,  নয়টি রূপো এবং দশটি ব্রোঞ্জ সহ মোট ২৪টি পদক নিয়ে ভারত তালিকার ত্রয়োদশ স্থানে উঠে এসেছে।