তীব্র ঠান্ডায় কাঁপছে দেশের রাজধানী দিল্লি, শৈত্যপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে। ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, যা ২০২০ সালের পর দিনের বেলার সর্বনিম্ন তাপমাত্রা। অন্যদিকে, সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
ঘন থেকে অতি ঘন কুয়াশার কারণে বেশ কিছু এলাকায় দৃশ্যমানতা অনেকটাই হ্রাস পেয়েছে, এবং আগামী পাঁচ দিন ধরে এমন পরিস্তিথি অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। আজ নববর্ষের দিন, আবহাওয়া দপ্তর বিচ্ছিন্ন কিছু স্থানে হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে।