তিন বছর ধরে মৎস্যখটি বা মাছের আড়তের সহায়ক কর্মীদের ভাতা না দেবার অভিযোগ করেছ কাঁথি মহকুমা খটিমৎস্যজীবী উন্নয়ন সমিতি। কলকাতা প্রেসক্লাবে আজ এক সাংবাদিক বৈঠকে সংগঠনের আহ্বায়ক লক্ষীনারায়ন জানা অবিলম্বে রাজ্য সরকারের কাছে বকেয়া এই পাওনা মিটিয়ে দেবার আবেদন জানিয়ে বলেন, মৎস্যজীবীদের সমবায় সমিতি গুলি মৃতপ্রায়। সেগুলি পুনর্জীবিত করে রাজ্যে মৎস্য ও সমবায়ের এপেক্স বডি বেনফিসের নির্বাচনের মাধ্যমে বোর্ড গঠন করে সমিতি গুলির আর্থিক উন্নয়ন ঘটাতে হবে।
শ্রী জানা আরও বলেন, উপকূলীয় মৎস্য অবতরণ কেন্দ্রে মৎস্যজীবীদের নাম লিপিবদ্ধ না হওয়ায় রাজ্য সরকারের পক্ষ থেকে নানা উন্নয়ন থমকে আছে।