তিন দেশ সফরের শেষ পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ সন্ধ্যায় ওমানের রাজধানী মাসকটে পৌঁছেছেন। প্রথমে জর্ডন এবং পরে ইথিওপিয়া সফরে করে ওমান পৌঁছলে বিমানবন্দরে, শ্রী মোদীকে স্বাগত জানান, সেদেশের প্রতিরক্ষা দপ্তরের দায়িত্বপ্রাপ্ত উপ-প্রধানমন্ত্রী সায়েদ শিহাব বিন তারিক আল সাইদ। ভারত-ওমান প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধি এবং কৌশলগত অংশীদারিত্ব এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে তাঁদের কথা হয়।
সামাজিক মাধ্যমে এক পোস্টে প্রধানমন্ত্রী , তাকে স্বাগত জানানোর জন্য সাইদকে ধন্যবাদ জানান।
পরে প্রধানমন্ত্রীকে সেদেশে বসবাসকারী প্রবাসী ভারতীয়দের অনুষ্ঠানে যোগ দেন। সামাজিক মাধ্যমে শ্রী মোদি বলেন, ওমানের সঙ্গে ভারতের চিরকালীন বন্ধুত্বের সম্পর্ক রয়েছে।
বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল জানিয়েছেন, আগামীকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ওমানের সুলতানের উপস্থিতিতে ভারত ও ওমানের মধ্যে সর্বাত্মক অর্থনৈতিক অংশীদারিত্ব এবং একটি মুক্ত বাণিজ্য চুক্তি—স্বাক্ষরিত হবে।
এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ দুপুরে ইথিওপিয়ায় তাঁর দু’দিনের সফর শেষ করেন। দীর্ঘদিনের দ্বিপাক্ষিক সম্পর্ককে কৌশলগত সহযোগিতার স্তরে উন্নীত করা ছিল এই সফরের মুল লক্ষ্য।