তিন দিনের মার্কিন সফর শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুনদিল্লি পৌঁছেছেন। সফরকালে তিনি ডেলাওয়ারের উইলমিংটনে কোয়াড নেতাদের ষষ্ঠ বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দেন। অংশ নেন নিউইয়র্কে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের Summit of the Future অধিবেশনেও। অনুষ্ঠানের ফাঁকে শ্রী মোদী, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং কোয়াড গোষ্ঠীর অন্যান্য নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। নিউইয়র্কে বসবাসকারী ভারতীয় সম্প্রদায় এবং আমেরিকায় প্রযুক্তি ক্ষেত্রে অগ্রনী সংস্থাগুলির শীর্ষ আধিকারিকদের সঙ্গে সাক্ষাৎ করেন।
এই সফরকে সফল আখ্যা দিয়ে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী এবং এনডিএ নেতারা। সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, এই সফর প্রধানমন্ত্রীর কূটনৈতিক নীতিকে আরও শক্তিশালী করেছে। গত ১০ বছরে ভারতকে সুস্থায়ী উন্নয়নের পথে এগিয়ে যেতে এবং বিশ্বের কাছে নিজের ভাবমূর্তি উজ্জ্বল করতে সাহায্য করেছে।
এই সফর অত্যন্ত তাতপর্যপূর্ন বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় মন্ত্রী, দলের সর্বভারতীয় সভাপতি সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা।
বিহারের মুখ্যমন্ত্রী, জেডিইউ প্রধান নীতীশ কুমার বলেছেন, দুই দেশের মধ্যে বিনিয়োগ বৃদ্ধিতে নেওয়া সিদ্ধান্ত খুবই গুরুত্বপূর্ন।
অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী, টিডিপি প্রধান এন চন্দ্রবাবু নাইডু বলেছেন, এই সফর গোটা বিশ্বে ভারতের অবস্থানকে আরও শক্তিশালী করেছে।