তিন জেলা সফরে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর আজ ঝাড়গ্রামে বিভিন্ন কর্মসূচী রয়েছে। মেদিনীপুর সার্কিট হাউসে রাত্রিবাসের পর আজ সকালে তিনি ঝাড়গ্রামে পৌঁছবেন। সেখানে তাঁর একটি মিছিলে অংশ নেওয়ার কথা। আগামীকাল আদিবাসী দিবস সংক্রান্ত এক অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। শুক্রবার তাঁর কলকাতায় ফেরার কথা।
জেলা সফরে বেরিয়ে গতকাল বিকেলে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল আড়গোড়া চাতালের বন্যা পরিস্হিতি ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে রাজ্য সরকার ইতিমধ্যেই অর্থ বরাদ্দ করেছে। বর্ষার পর কাজ শুরু হয়ে যাবে। ২০২৬ সালে বিধানসভা নির্বাচনের পরই ঘাটালে বন্যা নিয়ন্ত্রণের পরিকল্পনাও শুরু হবে। ঘাটাল থেকেই তিনি ফের একবার বিপুল পরিমাণে জল ছাড়ার জন্য ডিভিসি-কে দায়ী করেন।