July 8, 2024 9:19 PM

printer

তিনদিনের রাশিয়া ও অস্ট্রিয়া সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সন্ধ্যায় মস্কো পৌঁছেছেন।

তিনদিনের রাশিয়া ও অস্ট্রিয়া সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সন্ধ্যায় মস্কো পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে গার্ড অফ অনার প্রদান করা হয়। সেদেশের ফার্স্ট ডেপুটি প্রাইম মিনিস্টার ডেনিস মান্তুরোভ, শ্রী মোদীকে বিমানবন্দরে স্বাগত জানান।

সফরের প্রথম পর্যায়ে ২২তম ভারত- রাশিয়া শীর্ষ সম্মেলনে যোগ দেবেন শ্রী মোদী। বার্ষিক এই শীর্ষ সম্মেলনে প্রতিরক্ষা, বাণিজ্য, বিনিয়োগ, শক্তি, শিক্ষা, সংস্কৃতি সহ দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়  নিয়ে আলোচনা হবে। পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু নিয়েও রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন এবং প্রধানমন্ত্রী  মতবিনিময় করবেন। দুই নেতা, ব্রিকস, সাংহাই সহযোগিতা সংগঠন, জি ২০, পূর্ব এশিয়া সামিট এবং রাষ্ট্রসঙ্ঘের মতো বিভিন্ন সংগঠনে দ্বিপাক্ষিক কার্যকলাপের পরিস্থিতি পর্যালোচনা করবেন।

 রাশিয়ার রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী মোদীর সম্মানে ব্যক্তিগত নৈশভোজের আয়োজন করেছেন। আগামীকাল প্রধানমন্ত্রী সেদেশে বসবাসরত ভারতীয় সম্প্রদায়ের সঙ্গে কথা বলবেন। মস্কোয় রোসাটম প্যাভিলিয়ন পরিদর্শনেরও কর্মসূচি রয়েছে তাঁর।  

রাশিয়া রওনা হওয়ার আগে সোশ্যাল মিডিয়া পোস্টে প্রধানমন্ত্রী বলেন, রাশিয়া ও অস্ট্রিয়ার সঙ্গে ভারতের সম্পর্ক আরো দৃঢ় করতে এই সফর এক সুন্দর সুযোগ এনে দিয়েছে। এই দুটি দেশে বসবাসকারী ভারতীয়দের সঙ্গে আলাপচারিতার জন্য তিনি উন্মুখ হয়ে আছেন।

     সফরের দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী অস্ট্রিয়া যাবেন। এটিই হবে তাঁর প্রথম অস্ট্রিয়া সফর। অস্ট্রিয়ার চ্যান্সেলরের সঙ্গে প্রতিনিধি পর্যায়ের আলোচনায় যোগ দেবেন তিনি। চ্যান্সেলর কার্ল নেহাম্মের সামাজিক গণমাধ্যমে একটি পোস্টে বলেছেন,  এই সফর দু দেশের মধ্যে ৭৫ বছরের কূটনীতিক সম্পর্কের নতুন মাইল ফলক স্থাপন করবে।

শ্রী মোদিও চ্যান্সেলরকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, এই সফর দু দেশের সম্পর্কের ক্ষেত্রে ঐতিহাসিক ভূমিকা নিতে চলেছে।