May 19, 2025 9:20 PM

printer

তিনদিনের উত্তরবঙ্গ সফরের প্রথম দিনেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আজ শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে উত্তরবঙ্গ বাণিজ্য সম্মেলনে যোগ দেন।

তিনদিনের উত্তরবঙ্গ সফরের প্রথম দিনেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আজ শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে উত্তরবঙ্গ বাণিজ্য সম্মেলনে যোগ দেন। রাজ্যে শিল্প ও বাণিজ্য ক্ষেত্রে উত্তরবঙ্গের সম্ভাবনা নিয়ে স্থানীয় ব্যবসায়ী, শিল্পপতি এবং প্রশাসনিক কর্তা-ব্যক্তিদের সঙ্গে কথা বলেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, ওই অঞ্চলের অর্থনৈতিক বিকাশ ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষে রাজ্য সরকার একাধিক প্রকল্প ও বিনিয়োগ পরিকল্পনা গ্রহণ করেছে। পরিকাঠামো, পর্যটন ও কৃষিভিত্তিক শিল্পে আলাদা করে বিশেষ জোর দেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী বৈঠকে উল্লেখ করেন।

এদিকে, মুখ্যমন্ত্রীর আজকের কর্মসূচী চলাকালীন শিলিগুড়ি আদালতে আইনজীবীদের একাংশ পুরনো কোর্ট বিল্ডিং নির্মাণের দাবিতে প্ল্যাকার্ড হাতে নিজেদের দাবি তুলে ধরেন।