December 11, 2025 9:45 AM

printer

তারকা ভারতীয় ফুটবলার আশালতা দেবী, এশীয় ফুটবল সংস্থা(AFC)র সর্বকালের সেরা ১১য় স্থান পেয়েছেন।

তারকা ভারতীয় ফুটবলার আশালতা দেবী, এশীয় ফুটবল সংস্থা(AFC)র সর্বকালের সেরা ১১য় স্থান পেয়েছেন। ২০১৯ সালে তিনি AIFF বর্ষসেরা মহিলা ফুটবলার নির্বাচিত হন। গত বছর তিনিই প্রথম ভারতীয় মহিলা ফুটবলার হিসেবে ১০০ টি আন্তর্জাতিক ম্যাচ খেলেন।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।