তামিলনাড়ু সরকার, কারুরে TVKর রাজনৈতিক সভায় পদপিষ্ট হয়ে বহু মানুষের মৃত্যুর ঘটনায় তদন্তের জন্য হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অরুণা জগদীশনের নেতৃত্বে এক সদস্যের কমিটি গঠন করেছে।
তামিলনাড়ুর কারুরে সভায় গতকাল পদপিষ্ট হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৯ –এ। স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা জানিয়েছেন ৮১ জন বর্তমানে চিকিৎসাধীন। এদেরমধ্যে দুজনের অবস্থা সঙ্কটজনক হওয়ায় তাদের ভেন্টিলেটরে রাখা হয়েছে। সারা দেশ থেকে দলমত নির্বিশেষে নেতৃবৃন্দ শোকপ্রকাশ করেছেন। মৃতদেহ গুলি শনাক্ত করার পর তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে কারুরে দুর্ঘটনায় মৃতদের প্রত্যেকের নিকটাত্মীয়কে দুলক্ষ টাকা এককালীন সাহায্য দেবার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করে্রেছে।আহত প্রত্যেককে দেওয়া হবে পঞ্চাশ হাজার টাকা।
এর আগে আজ উপ মুখ্য মন্ত্রী উদয় নিধি হাসপাতালে আহতদের দেখতে যান। তিনি বলেন, ভবিশ্যতে এ ধরনের ঘটনা এড়াতে সরকার যথোপযুক্ত পদক্ষেপ করবে। রাজ্যের বিরোধী দলনেতা ই পালানিস্বামী কারুরে হাসপাতালে আহতদের দেখতে যান। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি যথেষ্ট নিরাপত্তা ব্যাবস্থা না করার জন্য রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ করেন।