দু’দিনের তামিলনাড়ু সফরের দ্বিতীয় দিনে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যের গঙ্গাইকোন্ডা চোলাপুরম মন্দিরে আদি তিরুবতীরাই উৎসবের মাধ্যমে মহান চোল সম্রাট প্রথম রাজেন্দ্র চোলের জন্মবার্ষিকী উদযাপনে অংশগ্রহণ করবেন। প্রধানমন্ত্রী ভারতের অন্যতম শ্রেষ্ঠ সম্রাট প্রথম রাজেন্দ্র চোলের সম্মানে একটি স্মারক মুদ্রা প্রকাশ করবেন। এই বিশেষ উদযাপন, দক্ষিণ-পূর্ব এশিয়ায় প্রথম রাজেন্দ্র চোলের কিংবদন্তি নৌ অভিযানের ১ হাজার বছর এবং চোল স্থাপত্যের এক অনন্য উদাহরণ, গঙ্গাইকোন্ডা চোলাপুরম মন্দির নির্মাণের সূচনাকেও স্মরণ করে।
উল্লেখ্য, সম্রাট প্রথম রাজেন্দ্র চোল ছিলেন ভারতীয় ইতিহাসের অন্যতম শক্তিশালী এবং দূরদর্শী শাসক। তাঁর নেতৃত্বে, চোল সাম্রাজ্য দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়া জুড়ে প্রভাব বিস্তার করে। তিনি গঙ্গাইকোন্ডা চোলাপুরমকে রাজধানী হিসেবে প্রতিষ্ঠা করেন এবং সেখানে মন্দির নির্মাণ করেন। মন্দিরটি বর্তমানে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃত।