তামিলনাড়ুর করুরে অভিনেতা রাজনীতিবিদ বিজয়ের রোড শোতে পদপিষ্ট হয়ে মৃতের সংখ্যা বেড়ে ৩৬ হয়েছে। এই রেলি তিন ঘন্টারও বেশি সময় ধরে চলেছিল। অভিনেতাকে দেখতে সব বয়সের মানুষেরা ভিড় জমিয়েছিলেন । অভিনেতা এবং পার্টি তামিলাগা ভেত্রি কাজগমের প্রতিষ্ঠাতা গতকাল একটি রোড শোয়ের ডাক দিয়েছিলেন। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী এম. সুব্রহ্মণ্যম বলেছেন করুরের হাসপাতালগুলিতে সহায়তা করার জন্য সরকার নিকটবর্তী জেলাগুলি থেকে চিকিৎসকদের আসার নির্দেশ দিয়েছেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল তামিলনাড়ুর করুরে এই দুর্ভাগ্যজনক ঘটনার জন্য শোক প্রকাশ করেছেন। সমাজ মাধ্যমে একটি বার্তায় শ্রী মোদী প্রিয়জন হারান পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনাও করেছেন।