December 28, 2025 8:45 AM

printer

তাইওয়ানের উত্তরপূর্ব উপকূলে গতরাতে উপকূল নগরী ইলান থেকে ৩২ কিলোমিটার দূরে তীব্র ভূকম্পন অনুভূত হয়।

তাইওয়ানের উত্তরপূর্ব উপকূলে গতরাতে উপকূল নগরী ইলান থেকে ৩২ কিলোমিটার দূরে তীব্র ভূকম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৬।  রাজধানী তাইপেই সহ সমগ্র দ্বীপেই এই কম্পন বোঝা গেছে। এখনো পর্যন্ত হতাহতের কোনও খবর নেই। ভূমিকেম্পের কেন্দ্রস্থল ছিল  প্রায় ৭০ কিলোমিটার গভীরে। তাইওয়ানের রাষ্ট্রপতি উইলিয়াম লাই চিং তে সমাজ মাধ্যমের একটি বার্তায় এলাকার অধিবাসীদের ভূমিকম্পের সম্ভাব্য আফটার শকের ব্যাপারে সতর্ক করেছেন।