মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

June 24, 2024 5:14 PM

printer

তাঁর সরকার বিকশিত ভারত গড়ে তোলার লক্ষ্যে, দেশের সেবায় ও প্রত্যেককে একসঙ্গে নিয়ে কাজ করবে – প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তাঁর সরকারকে তৃতীয়বারের জন্য দেশের মানুষের সেবা করার  সুযোগ দেবার জন্য ধন্যবাদ জানিয়েছেন। তিনি আজ সংসদের বাইরে সাংবাদিকদের বলেন, একে সম্মান দিয়ে তাঁর সরকার বিকশিত ভারত গড়ে তোলার লক্ষ্যে, দেশের সেবায় ও প্রত্যেককে একসঙ্গে নিয়ে কাজ করবে। তাঁর সরকার চায়, প্রত্যেককে একসঙ্গে নিয়ে এবং সংবিধানের পবিত্রতা বজায় রেখে দেশের উন্নয়নের গতি ত্বরান্বিত করতে। গণতন্ত্রের সম্মান বজায় রেখে বিরোধীরা সুষ্ঠুভাবে সরকার চালাতে উপযুক্ত পদক্ষেপ নেবেন। মানুষ স্লোগান নয়, কাজ চান বলে শ্রী মোদী উল্লেখ করেন।