তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ডক্টর এল মুরুগান বলেছেন, OTT প্ল্যাটফর্মের বিষয়বস্তু, ‘সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন’-CBFC-র সেন্সরশিপের আওতায় পড়বে না। লোকসভায় এক লিখিত প্রশ্নের উত্তর ডক্টর মুরুগান জানান, OTT-র বিষয়বস্ত, ২০২১ সালে তথ্য প্রযুক্তি বিধির তৃতীয় অংশের ধারা অনুযায়ী নিয়ন্ত্রিত। ওই আইন অনুযায়ী আপত্তিকর বিষয়বস্তুর সম্প্রচার থেকে বিরত থাকতে হবে এবং কনটেন্টগুলিকে বয়স অনুযায়ী আলাদাভাবে শ্রেণীবিভাগ করতে হবে OTT প্ল্যাটফর্মগুলিকে।
এই বিধিতে বিষয়বস্তু সম্পর্কিত নিয়মাবলী মেনে চলা এবং জনসাধারণের অভিযোগের নিষ্পত্তির জন্য ত্রিস্তরীয় প্রাতিষ্ঠানিক ব্যবস্থা কার্যকর করার কথা বলা হয়েছে।