মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

February 5, 2025 8:21 PM

printer

তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণ আজ ওপেন AI এর সি ই ও স্যাম অল্টম্যান এর সঙ্গে দেখা করেন।

তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণ আজ ওপেন AI এর সি ই ও স্যাম অল্টম্যান এর সঙ্গে দেখা করেন। বৈষ্ণ বলেনপ্রযুক্তিকে সবার মধ্যে ছড়িয়ে দেবার  পক্ষে মত প্রকাশ করেন প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদীঅল্টম্যান প্রধানমন্ত্রীর এই ধারণাকে সমর্থন করেন। মন্ত্রী বলেন ওপেন AI এর সি ই ও স্যাম অল্টম্যান এর সঙ্গে বৈঠকে GPU, মডেল এবং বিভিন্ন অ্যাপ নিয়ে ইতিবাচক কথা হয়েছে।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন

কোনো পোস্ট পাওয়া যায়নি।