তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণো বলেছেন, ভারতীয় সিনেমা তার ভাষাগত এবং সাংস্কৃতিক বৈচিত্রের জন্য দেশের ঐক্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। একটি প্রবন্ধে শ্রী বৈষ্ণো উল্লেখ করেন, ভারতীয় চলচ্চিত্র ‘এক ভারত শ্রেষ্ঠ’ ভারতের দৃষ্টিভঙ্গিকে আরো শক্তিশালী করতে পেরেছে। বৈচিত্রের মধ্যে ঐক্যের ভাবনাকে প্রসারিত করতে চলচ্চিত্র লাগাতার কাজ করে যাচ্ছে বলে তিনি মন্তব্য করেন। এ প্রসঙ্গে প্রবাদপ্রতিম চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের কথা উল্লেখ করে তিনি বলেন, সিনেমা বিভাজনের অবসান ঘটিয়ে মানুষের মত ও পথকে সংগঠিত করে। রাজ কাপুর থেকে মনিরত্নম ভারতীয় চলচ্চিত্রের দীর্ঘ যাত্রাপথ দেশের হৃদয়কে স্পর্শ করেছে। তিনি এ প্রসঙ্গে শ্রী ৪২০, রোজা, গরম হাওয়া, দো বিঘা জামিন, চলচ্চিত্রের উল্লেখ করেন। সমাজের বিভিন্ন প্রতিবন্ধকতা দূর করতে এবং ঐক্যকে শক্ত ভিতের ওপর দাঁড় করাতে চলচ্চিত্রের বিকল্প হয় না বলে তাঁর অভিমত।
Site Admin | October 10, 2024 9:41 PM
তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণো বলেছেন, ভারতীয় সিনেমা তার ভাষাগত এবং সাংস্কৃতিক বৈচিত্রের জন্য দেশের ঐক্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে।
