তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী প্রজন্মের জিএসটি সংস্কারের মাধ্যমে মধ্যবিত্ত পরিবারগুলিকে স্বস্তি ও উল্লেখযোগ্য সুবিধা প্রদান করেছেন। নতুন দিল্লিতে আজ সাংবাদিকদের তিনি বলেন, পণ্য ও পরিষেবা করের কাঠামোয় আনা সংস্কারের ফলে দেশের মোট অভ্যন্তরীণ উৎপাদন জিডিপি বৃদ্ধি পাবে। যা দেশের অর্থনীতির উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখবে। ২০১৪ সালের আগে সাধারণ মানুষ জটিল ধরণের করের জালে আটকে ছিলনে। জিএসটি সংস্কারের মাধ্যমে গোটা ব্যবস্থাটি এখন অনেক সহজ ও স্থিতিশীল হয়েছে বলে তিনি জানান।
Site Admin | September 6, 2025 9:06 PM
তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী প্রজন্মের জিএসটি সংস্কারের মাধ্যমে মধ্যবিত্ত পরিবারগুলিকে স্বস্তি ও উল্লেখযোগ্য সুবিধা প্রদান করেছেন।
