মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

July 19, 2025 4:18 PM

printer

তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণো আজ সকালে আইআইটি হায়দ্রাবাদে সমাবর্তন ভাষণে বলেছেন, বিকশিত ভারতের লক্ষ্য পূরণের জন্য দেশের প্রযুক্তিগত ভিত্তি দ্রুত প্রস্তুত করা হচ্ছে।

তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণো আজ সকালে আইআইটি হায়দ্রাবাদে সমাবর্তন ভাষণে বলেছেন, বিকশিত ভারতের লক্ষ্য পূরণের জন্য দেশের প্রযুক্তিগত ভিত্তি দ্রুত প্রস্তুত করা হচ্ছে। এই উন্নত প্রযুক্তির সুফল পরবর্তী প্রজন্ম ভোগ করবে। বিশ্বের বাকি অংশের চেয়ে উন্নত মানের পণ্য প্রস্তুত করতে আরও উন্নত প্রযুক্তি উদ্ভাবনের জন্য শ্রী বৈষ্ণো পড়ুয়া এবং নবীন পেশাদারদের অনুরোধ জানান। তিনি বলেন, এবছরই দেশে তৈরি সেমি কন্ডাক্টর চিপ বাজারে আসবে। সেজন্য ৬ টি কারখানা তৈরির কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সেমি কনডাক্টর চিপস উত্পাদনকারী দেশ হিসাবে ভারত শীঘ্রই আত্মপ্রকাশ করবে বলে মন্ত্রী উল্লেখ করেন। ভারত কৃত্রিম প্রযুক্তি মিশনের ওপর আলোকপাত করে শ্রী বৈষ্ণো বলেন, বিনা মাশুলে ডাটা আপলোড করা হচ্ছে এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারে হাজার হাজার লোক এখন প্রশিক্ষণ নিচ্ছে। ২০৪৭ সালের মধ্যে ভারত বিশ্বের প্রথম দুই বৃহত্ অর্থনীতির মধ্যে জায়গা করে নেবে বলে শ্রী বৈষ্ণো আশা ব্যক্ত করেন।

আজ তেলেঙ্গানার কাজীপেটে তিনি রেল কারাখানার নির্মাণের অগ্রগতি খতিয়ে দেখবেন এবং কাছিগুরা থেকে যোধপুর পর্যন্ত নতুন ট্রেনের যাত্রাপথের সূচনা করবেন।