ঢাকার একটি আদালত সোমবার রাজধানীর পূর্বাচল এলাকায় সরকারি একটি ১০ কাঠার জমি পাওয়ার ক্ষেত্রে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা এবং রেহানার কন্যা ও ব্রিটিশ সাংসদ টিউলিপ সিদ্দিককে ভিন্ন ভিন্ন মেয়াদের কারাদণ্ড দিয়েছে। ঢাকার বিশেষ বিচারক আদালত-৪ এর বিচারক রবিউল আলম এই রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা, যিনি মানবতাবিরোধী অপরাধের আরেকটি মামলায় ইতিমধ্যে মৃত্যুদণ্ডে দণ্ডিত , তাকে পূর্বাচল জমি মামলায় পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তার বোন শেখ রেহানাকে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে, অন্যদিকে টিউলিপ সিদ্দিককে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আদালত প্রত্যেককে এক লক্ষ বাংলাদেশী টাকা জরিমানা করেছে,এবং জরিমানা অনাদায়ে ছয় মাসের অতিরিক্ত কারাদণ্ডের রায় দিয়েছে । এছাড়াও , এই রায়ে আরও ১৭ জন অভিযুক্ত প্রত্যেককে পাঁচ বছরের কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে। সরকারী ক্ষমতার অপব্যবহার করে গুরুত্বপূর্ণ সরকারী জমি অবৈধভাবে পাওয়া সংক্রান্ত এই মামলাটি , বাংলাদেশের পূর্বতন প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের লক্ষ্য করে চলা বেশ কয়েকটি তদন্তের মধ্যে একটি।
Site Admin | December 2, 2025 7:18 AM
ঢাকার একটি আদালত সোমবার রাজধানীর পূর্বাচল এলাকায় সরকারি একটি ১০ কাঠার জমি পাওয়ার ক্ষেত্রে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা এবং রেহানার কন্যা ও ব্রিটিশ সাংসদ টিউলিপ সিদ্দিককে ভিন্ন ভিন্ন মেয়াদের কারাদণ্ড দিয়েছে