ঢাকার উত্তরা অঞ্চলে, মাইলস্টোন স্কুল ও কলেজে, সামরিক বিমান দুর্ঘটনায়, উদ্ধারকাজ ব্যাহত হওয়ার ঘটনায় , বাংলাদেশ সেনাবাহিনী, তদন্ত শুরু করেছে। ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশন ডাইরেক্টরেট-এর পক্ষ থেকে জানানো হয়েছে, দোষীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, গত ২১ শে জুলাই দুপুর ১ টা ১৮ নাগাদ ঢাকার উওরায়, বাংলাদেশ বিমান বাহিনীর যুদ্ধবিমান ভেঙ্গে পড়লে শিশু সহ ৩২ জন নিহত হয়। আহত অসংখ্য। দুর্ঘটনাস্থলের অদূরে থাকা সেনাবাহিনীর ক্যাম্প থেকে সদস্যরা উদ্ধারকাজে নামে। যোগ দেয় দমকল বাহিনী। স্থানীয়দের ঘটনাস্থলে উপস্থিত থাকার সময়, সামরিক বাহিনীর সদস্য এবং স্বেচ্ছাসেবকদের সঙ্গে তাঁদের ঝামেলার ঘটনা সামনে আসে। ১৪ জন সদস্য অসুস্থ হয়ে পড়ে বলে খবর। তাঁদের বর্তমানে চিকিৎসা চলছে।