November 14, 2025 9:52 PM

printer

ঢাকায় অনুষ্ঠিত এশিয়ান তীরন্দাজি চ্যাম্পিয়নশিপে ভারতের পুরুষ ও মহিলা তীরন্দাজরা রিকার্ভ ইভেন্টের ব্যাক্তিগত বিভাগে সোনা জিতে ইতিহাস সৃষ্টি করেছেন

ঢাকায় অনুষ্ঠিত এশিয়ান তীরন্দাজি চ্যাম্পিয়নশিপে ভারতের পুরুষ ও মহিলা তীরন্দাজরা রিকার্ভ ইভেন্টের ব্যাক্তিগত বিভাগে সোনা জিতে ইতিহাস সৃষ্টি করেছেন। পুরুষ বিভাগে ভারতের বি ধিরাজ দেশেরই রাহুলকে ৬-২ ব্যবধানে হারিয়ে স্বর্নপদক জয় করেন। অন্যদিকে, মহিলা বিভাগে অঙ্কিতা ভাকত প্যারিস অলিম্পিকে পদক জয়ী কোরিয়ার নাম সুহয়েঅনকে ৭-৩ ব্যবধানে হারিয়ে সোনা জেতেন। এর আগে পুরুষদের দলগত বিভাগে ভারতের ইয়াশদীপ ভোগে, অতনু দাস ও রাহুল , কোরিয়ার সিও মিঙ্গি, কিম ইয়াচান ও জাং জিহোকে ৫-৪ এ হারিয়ে স্বর্নপদক জয় করেন। ভারত ৬ টি সোনা সহ ১০ টি পদক জিতে পদক তালিকায় শীর্ষে রয়েছে। দুটি সোনা সহ ১০ টি পদক জিতে দ্বিতীয় স্থানে রয়েছে কোরিয়া।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।