মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

July 19, 2024 11:43 AM

printer

ডোনাল্ড ট্রাম্প, আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতি পদে রিপাবলিকান প্রার্থী হিসেবে তাঁর মনোনয়ন গ্রহণ করেছেন।

ডোনাল্ড ট্রাম্প, আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতি পদে রিপাবলিকান প্রার্থী হিসেবে তাঁর মনোনয়ন গ্রহণ করেছেন। মিলওয়াকিতে দলের জাতীয় সম্মেলনে প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি বলেন, আস্হা, নিষ্ঠা ও গর্বের সঙ্গে রিপাবলিকান পার্টির মনোনয়ন গ্রহণ করছেন তিনি। গত শনিবার পেনসিলভেনিয়ায় এক নির্বাচনী সমাবেশে, আততায়ীর গুলিতে জখম হন ট্রাম্প। গুলি তাঁর কান ছুঁয়ে বেরিয়ে যায়। পাল্টা গুলিতে নিহত হয় ২০ বছরের আততায়ী। সিক্রেট সার্ভিসের লোকেরা মঞ্চ থেকে ট্রাম্পকে আড়াল করে নামিয়ে নিয়ে যাওয়ার সময় রক্তাক্ত অবস্থায় মুষ্টিবদ্ধ হাতে তাঁর লড়াই শব্দটির উচ্চারণ, রিপাবলিকান সমর্থকদের মধ্যে তাঁর জনপ্রিয়তা বহুগুণ বাড়িয়েছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। দলে তাঁর আধিপত্য এবং বিরোধিতাহীন সমর্থনও প্রতিষ্ঠিত হয়েছে।