ডেভিস কাপ প্রতিযোগিতায় ভারতীয় দল সুইত্জারল্যান্ডকে ৩-১-এ হারিয়ে দিয়েছে। এর ফলে ভারত পরের বছর কোয়ালিফায়ার পর্বে যোগ্যতা অর্জন করল। গতকাল বিয়েলের সুইস টেনিস আরেনায় ভারতের সুমিত নাগাল রিভার্স সিঙ্গলসে সুইত্জারল্যান্ডের হেনরি বার্নেটকে ৬-১, ৬-৩-এ হারিয়ে দেন। ১৯৯৩ সালের পর ভারত এই প্রথম ইউরোপের মাটিতে ইউরোপীয় কোনো দেশকে পরাজিত করল। এর আগে লিয়েন্ডার পেজ এবং রমেশ কৃষ্ণাণের ভারতীয় দল কোয়ার্টাল ফাইনালে ফ্রান্সকে ৩-২ ফলাফলে হারিয়ে দেয়। ওয়ার্ল্ড গ্রুপ ওয়ান পর্বে বিজয়ী ১৩ টি দেশ ২০২৬-এর ডেভিস কাপ কোয়ালিফায়ারে খেলবে।
Site Admin | September 14, 2025 9:37 AM
ডেভিস কাপ প্রতিযোগিতায় ভারতীয় দল সুইত্জারল্যান্ডকে ৩-১-এ হারিয়ে দিয়েছে।
