November 24, 2025 12:36 PM

printer

ডীফ অলিম্পিকে ভারতীয় শুটার অভিনব দেশওয়াল গতকাল টকিওয় অনুষ্ঠিত ২৫ মিটার পিস্তল ইভেন্টে সোনা জিতেছেন

ডীফ অলিম্পিকে ভারতীয় শুটার অভিনব দেশওয়াল গতকাল টকিওয় অনুষ্ঠিত ২৫ মিটার পিস্তল ইভেন্টে সোনা জিতেছেন। এই ডীফ অলিম্পিকে এটি ভারতের ১৫ তম পদক। এই ইভেন্টে অভিনব দেশওয়াল ৪৪ পয়েন্ট স্কোর করে তার প্রতিদ্বন্দ্বী দক্ষিণ কোরিয়ার সিয়ং হু লি কে ১ পয়েন্টের ব্যবধানে পরাজিত করেন।এই ইভেন্টে ওপর ভারতীয় শুটার হানমন্ত সাপকাল পঞ্চম স্থান অধিকার করেন।