ঝাড়খণ্ডের উচ্চ অববাহিকায় প্রবল বৃষ্টির জেরে দামোদর উপত্যকা নিগম ডিভিসি, মাইথন ও পাঞ্চেত বাঁধ থেকে বিপুল জল ছাড়া শুরু করেছে। দুটি বাঁধ মিলিয়ে মোট ৬৫ হাজার কিউসেক জল ছাড়া হচ্ছে। দুর্গোৎসবের রেশ কাটার আগেই এই জল ছাড়ায় রাজ্য প্রশাসনে উদ্বেগ বেড়েছে।
মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অভিযোগ করেছেন রাজ্যকে না জানিয়ে ডিভিসি জলাধার থেকে অনিয়ন্ত্রিতভাবে জল ছাড়ছে। ডিভিসির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলে সামাজিক মাধ্যমে তিনি বলেছেন এটি কোনও প্রাকৃতিক দুর্যোগ নয়, বরং তাদের তৈরি। ডিভিসি কর্তৃপক্ষ অবশ্য মুখ্যমন্ত্রী এই অভিযোগ অস্বীকার করেছে।
তাদের দাবি, রাজ্য সরকারের প্রতিনিধিদের উপস্থিতিতেই বাঁধ রক্ষায় জল ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে ডিভিসি র ছাড়া জলে দক্ষিনবঙ্গের একাধিক জেলায় প্লাবনের আশংকা দেখা দেওয়া এবং নিম্নচাপের কারনে উত্তরবঙ্গের জেলাগুলিতে প্রবল বৃষ্টির পূর্বাভাষ থাকায় রাজ্য সরকার, জেলাগুলিকে সতর্ক করে দিয়েছে।মুখ্যসচিব মনোজ পন্থ আজ জেলাগুলির বর্তমান পরিস্থিতি নিয়ে নবান্ন থেকে জেলাশাসকদের সঙ্গে ভার্চূয়াল বৈঠক করেন। পর্যাপ্ত ত্রান মজুত ও বিপর্যয় মোকাবিলা বাহিনীকে প্রস্তুত রাখার জন্যে জেলাশাসকদের তিনি নির্দেশ দেন। পাশাপাশি মালদা, মুর্শিদাবাদ সহ অন্যান্য জেলায় নদীগুলির জলস্তরের উপরে নজর রেখে নিয়মিত রিপোর্ট পাঠানো এবং বন্যা পরিস্থিতি তৈরি হলে দ্রুত রাজ্য সরকারকে জানানোর কথাও বলা হয়েছে বৈঠকে
অন্যদিকে প্রাকৃতিক দুর্যোগ ও ডিভিসির ছাড়া জলে হাওড়া, হুগলী, পূর্ব বর্ধমান সহ একাধিক জেলায় বন্যার আশঙ্কা দেখা দেওয়ায় প্রশাসন নদী তীরবর্তী এলাকায় সতর্কতা জারি করেছে। নিচু এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়েছে। আশ্রয় কেন্দ্র খোলা হচ্ছে , বিপর্যয় মোকাবিলা দফতরের দলও প্রস্তুত রাখা হয়েছে। স্বাস্থ্য দফতরকেও জলবাহিত রোগ মোকাবিলায় সতর্ক করে দেওয়া হয়েছে।