ডিজিটাল অ্যারেস্ট মামলায় জড়িত থাকার অভিযোগে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (সিবিআই) চারজনকে গ্রেপ্তার করেছে। অপারেশন চক্র-ফাইভের অংশ হিসেবে পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, এবং রাজস্থান সহ চারটি রাজ্যের ১২টি স্থানে ব্যাপক তল্লাশি অভিযানের পর এদের গ্রেপ্তার করা হয়। এই তল্লাশি অভিযান চলাকালীন ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ, ডেবিট কার্ড, চেক বই, ডিজিটাল ডিভাইস সহ অন্যান্য গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করা হয়েছে বলে সিবিআই এক বিবৃতিতে জানিয়েছে।
Site Admin | April 15, 2025 3:19 PM
ডিজিটাল অ্যারেস্ট মামলায় জড়িত থাকার অভিযোগে সিবিআই চারজনকে গ্রেপ্তার করেছে
