ডিএমকে সাংসদ কানিমোঢ়ীর নেতৃত্বে রাশিয়ায় যে সর্বদলীয় প্রতিনিধিদল সফর করছে, সেই দলের সদস্যরা সন্ত্রাসবাদের প্রশ্নে ভারতের আপোষহীন নীতির বার্তা তুলে ধরেছেন। মস্কোর ভারতীয় দূতাবাসে সংবাদ সম্মেলনে কানিমোঢ়ী বলেন পাকিস্তান থেকে ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশকারী জঙ্গিরাই পহেলগাঁওয়ের হামলা চালিয়েছে। হামলার দায় স্বীকারকারী সন্ত্রাসবাদী সংগঠনটিকে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে পাকিস্তান সুরক্ষিত রেখেছে। ভারত অপারেশন সিন্দুরের সময় অসামরিক নাগরিকদের ক্ষতি না হত্যা এবং সামরিক ঘাঁটিতে আক্রমণ না করার বিষয়টি নিশ্চিত করেছে।
প্রতিনিধিদলটি মস্কোতে ভারতীয় দূতাবাসে মহাত্মা গান্ধীর মূর্তিতেও পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানান।
অন্যদিকে জেডি(ইউ) সাংসদ সঞ্জয় ঝা-এর নেতৃত্বে অন্য দলটি জাপানে তাদের সফরের প্রথম পর্ব সফলভাবে সম্পন্ন করে এখন দক্ষিণ কোরিয়ায় । জাপানে ভারতীয় দূতাবাসে গতকাল প্রবাসীদের সঙ্গে মতবিনিময়ের সময় শ্রী ঝা ২২শে এপ্রিল পহেলগাঁওয়ে ভয়াবহ সন্ত্রাসবাদী হামলায় পাকিস্তানের ভূমিকা স্পষ্টভাবে তুলে ধরেন। কীভাবে ভারত অপারেশন সিন্দুরের মাধ্যমে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের সন্ত্রাসবাদী ঘাঁটি ধ্বংস করেছিল সে বিষয়টিও তিনি বিস্তারিত ভাবে জানান।