ডাকঘরগুলিকে গ্রাহককেন্দ্রিক ও আধুনিক প্রযুক্তিনির্ভর পরিষেবা কেন্দ্রে পরিণত করতে ভারতীয় ডাক বিভাগ নেক্সট জেনারেশন পোস্ট অফিস প্রকল্প চালু করেছে। প্রকল্পের অধীনে কলকাতা বিশ্ববিদ্যালয় চত্বরে আজ এই নেক্সট জেন পোস্ট অফিসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ সার্কেলের চীফ পোস্টমাস্টার জেনারেল অশোক কুমার। তিনি বলেন,ডিজিটাল পদ্ধতিতে শিক্ষিত যুবসমাজ ও ছাত্র ছাত্রীদের চাহিদা পূরণে ডাক বিভাগের এই আধুনিক উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।
নবনির্মিত পোস্ট অফিসে আধুনিক নকশা,উন্নত গ্রাহক পরিষেবা ব্যবস্থা ও ডিজিটাল ব্র্যান্ডিং যুক্ত করা হয়েছে,যা উদ্ভাবন,দক্ষতা ও জনসেবার উৎকর্ষতার প্রতিফলন। ছাত্র ছাত্রী ও যুব সমাজকে আকৃষ্ট করতে এই ডাকঘরে চা,কফি এবং ইন্টারনেট পরিষেবার ব্যবস্থা থাকবে। এই উদ্যোগ বিশ্ববিদ্যালয়ের শিক্ষাঙ্গনে ডাক পরিষেবাকে আরও সুদৃঢ় করবে বলে শ্রী কুমার মনে করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর আশুতোষ ঘোষ, রেজিস্ট্রার অধ্যাপক দেবাশীষ দাস প্রমুখ।
Site Admin | December 24, 2025 9:08 PM
ডাকঘরগুলিকে গ্রাহককেন্দ্রিক ও আধুনিক প্রযুক্তিনির্ভর পরিষেবা কেন্দ্রে পরিণত করতে ভারতীয় ডাক বিভাগ নেক্সট জেনারেশন পোস্ট অফিস প্রকল্প চালু করেছে।