ডাংকি রুট ব্যবহার ক’রে মার্কিন যুক্তরাষ্ট্রে মানব পাচারকারী চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে জাতীয় তদন্ত সংস্থা এন আই এ হরিয়ানার দুই বাসিন্দাকে গ্রেপ্তার করেছে। এন আই এ জানিয়েছে, অভিযুক্তরা একটি আন্তর্জাতিক সিন্ডিকেটের অংশ হিসেবে ভারতীয় নাগরিকদের বৈধ ভ্রমণের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে ভ্রমণের উৎসাহ দিত। তারা অবৈধ ভ্রমণের জন্য অতিরিক্ত অর্থ আদায় করত। এন আই এ আরো জানিয়েছে একজন ভুক্তভোগীকে মার্কিন কর্তৃপক্ষ গ্রেপ্তার করে ভারতে ফেরত পাঠিয়ে দেয় এবং তার কাছ থেকে ৪২ লক্ষ টাকা সিন্ডিকেট আদায় করে।
Site Admin | August 8, 2025 10:21 AM
ডাংকি রুট ব্যবহার ক’রে মার্কিন যুক্তরাষ্ট্রে মানব পাচারকারী চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে জাতীয় তদন্ত সংস্থা এন আই এ হরিয়ানার দুই বাসিন্দাকে গ্রেপ্তার করেছে।