ট্রেনের স্বয়ংক্রিয় সুরক্ষা ব্যবস্থা ‘কবচ’ এর পরীক্ষা সম্পূর্ণ করেছে ভারতীয় মধ্য রেল। মুম্বই বিভাগের পানভেল-রোহা রেলপথে এই দেশীয় পদ্ধতিতে তৈরি সুরক্ষা ব্যবস্থা কবচ এর প্রাথমিক পরীক্ষার কাজ সম্পন্ন হয়। এর ফলে ৪ হাজার কিমি রেল পথে এই আধুনিক প্রযুক্তি সূচনায় গুরুত্বপূর্ণ ধাপ এগোনো সম্ভব হল।
Site Admin | October 1, 2025 9:23 AM
ট্রেনের স্বয়ংক্রিয় সুরক্ষা ব্যবস্থা ‘কবচ’ এর পরীক্ষা সম্পূর্ণ করেছে ভারতীয় মধ্য রেল