মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব এবং অভিবাসন দফতর, USCIS ব্যাখা দিয়ে জানিয়েছে, ট্রাম্প প্রশাসন H-1B ভিসার জন্য ১ লক্ষ ডলার ফি নেওয়ার যে নতুন ব্যবস্হা চালু করেছে, তা মার্কিন যুক্তরাষ্ট্রে ইতিমধ্যেই ইন্টারন্যাশনাল গ্র্যাজুয়েট বা বর্তমান H-1B ভিসাধারীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। দফতর আরও জানিয়েছে, যাদের কাছে বৈধ F-1, L-1, বা H-1B ভিসা রয়েছে, যারা সেগুলির মেয়াদ বাড়াতে চান, বা স্টেটাস পরিবর্তন করতে চান, তাদের ক্ষেত্রেও নতুন এই ফিজ লাগবে না।
ট্রাম্প প্রশাসনের নতুন এই H-1B ভিসার ফিজ ঘোষণার পর বিভিন্ন মহলে বিভ্রান্তি ছড়ানোয় দফতরের পক্ষ থেকে স্পষ্ট ব্যাখ্যা দিয়ে এই তথ্য জানানো হয়েছে। দফতর বলেছে, ২১-শে সেপ্টেম্বরের পর H-1B ভিসার নতুন আবেদন প্রার্থীদের এই ফিজ লাগবে। চলতি H-1B ভিসাধারীদের ভ্রমণ অধিকারের ওপরেও তার কোন প্রভাব পড়বে না। মার্কিন অভিবাসন দফতরের এই স্পষ্ট ব্যাখ্যা দেওয়ার পরে ভারতীয় পেশাজীবী ও পড়ুয়াদের এক বড়রকম স্বস্তি মিলেছে। নতুন H-1B ভিসা বরাদ্দের প্রায় ৭০ শতাংশই হলেন এরা। বিশ্লেষকরা সতর্ক করে দিয়ে বলেছেন, বর্তমানের তুলনায় এই ২০ থেকে ১-শো গুণ বেশি ফিজ দিতে হলে স্টার্টাপ কোম্পানীগুলির ক্ষেত্রে আদৌ তা সম্ভব হবে না।