মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

October 4, 2025 11:10 AM

printer

টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ ট্রাই বেসরকারী রেডিও ব্রডকাস্টারদের জন্য একটি ডিজিটাল রেডিও ব্রডকাস্ট নীতি প্রণয়নের সুপারিশ করেছে

টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ ট্রাই বেসরকারী রেডিও ব্রডকাস্টারদের জন্য একটি ডিজিটাল রেডিও ব্রডকাস্ট নীতি প্রণয়নের সুপারিশ করেছে। এর আওতায় চারটি A-প্লাস শ্রেণীর শহর, দিল্লি, মুম্বাই, কলকাতা ও চেন্নাই এবং ৯-টি A-শ্রেণীর শহরে ডিজিটাল রেডিও ব্রডকাস্টিং পরিষেবা শুরু করার জন্য নিয়মকানুন ও মূল্য নির্ধারণের বিষয়েও সুপারিশ করা হয়েছে।

ট্রাই বলেছে, ডিজিটাল রেডিও ব্রডকাস্টিং-এর স্বীকৃত মেয়াদকাল ১৫ বছর হওয়া উচিত। প্রসারভারতীকে তার জায়গা ও ট্রান্সমিশন টাওয়ার বেসরকারী ব্রডকাস্টারদের সঙ্গে ভাগ করে নিতে হবে। এর জন্য ভাড়া ধার্য করার ক্ষেত্রে ছাড় দিতে হবে। ট্রাই আরও সুপারিশ করেছে চারটি A-প্লাস ও ৯-টি A-শ্রেণীর শহরের জন্য একই প্রযুক্তি ব্যবহার করে ফ্রিকোয়েন্সি নির্ধারণের পরিকল্পনার জন্য সরকারের প্রস্তুতি নেওয়া উচিত।

উল্লেখ্য, তথ্য ও সম্প্রচার মন্ত্রক গত বছর বেসরকারী রেডিও ব্রডকাস্টারদের জন্য একটি ডিজিটাল রেডিও সম্প্রচার নীতি প্রণয়নের সুপারিশ করতে বলেছিল ট্রাইকে।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন

কোনো পোস্ট পাওয়া যায়নি।