টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ ট্রাই বেসরকারী রেডিও ব্রডকাস্টারদের জন্য একটি ডিজিটাল রেডিও ব্রডকাস্ট নীতি প্রণয়নের সুপারিশ করেছে। এর আওতায় চারটি A-প্লাস শ্রেণীর শহর, দিল্লি, মুম্বাই, কলকাতা ও চেন্নাই এবং ৯-টি A-শ্রেণীর শহরে ডিজিটাল রেডিও ব্রডকাস্টিং পরিষেবা শুরু করার জন্য নিয়মকানুন ও মূল্য নির্ধারণের বিষয়েও সুপারিশ করা হয়েছে।
ট্রাই বলেছে, ডিজিটাল রেডিও ব্রডকাস্টিং-এর স্বীকৃত মেয়াদকাল ১৫ বছর হওয়া উচিত। প্রসারভারতীকে তার জায়গা ও ট্রান্সমিশন টাওয়ার বেসরকারী ব্রডকাস্টারদের সঙ্গে ভাগ করে নিতে হবে। এর জন্য ভাড়া ধার্য করার ক্ষেত্রে ছাড় দিতে হবে। ট্রাই আরও সুপারিশ করেছে চারটি A-প্লাস ও ৯-টি A-শ্রেণীর শহরের জন্য একই প্রযুক্তি ব্যবহার করে ফ্রিকোয়েন্সি নির্ধারণের পরিকল্পনার জন্য সরকারের প্রস্তুতি নেওয়া উচিত।
উল্লেখ্য, তথ্য ও সম্প্রচার মন্ত্রক গত বছর বেসরকারী রেডিও ব্রডকাস্টারদের জন্য একটি ডিজিটাল রেডিও সম্প্রচার নীতি প্রণয়নের সুপারিশ করতে বলেছিল ট্রাইকে।