মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

October 28, 2024 12:40 PM

printer

টেবিল টেনিসে ভারতের যশস্বিনী ঘোড়পোড়ে এবং কৃত্তিকা রায় জুটি WTT ফিডার ক্যাগলিয়ারি ২০২৪ প্রতিযোগিতায় মহিলাদের ডাবলস খেতাব জিতেছে

টেবিল টেনিসে ভারতের যশস্বিনী ঘোড়পোড়ে এবং কৃত্তিকা রায় জুটি WTT ফিডার ক্যাগলিয়ারি ২০২৪ প্রতিযোগিতায় মহিলাদের ডাবলস খেতাব জিতেছে। গতকাল ফাইনালে তাঁরা দক্ষিণ কোরিয়ার ইউ সিয়ু এবং কিম হাইউন জুটিকে ৩-১ ফলাফলে হারিয়ে দেন। ঘোরপোড়ে, মিক্সড ডাবলসের সেমি-ফাইনালেও উঠেছিলেন। তবে সেমি-তে হরমিত দেশাই ও তাঁর জুটি, ইতালির জুটির কাছে হেরে বিদায় নেয়।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন

কোনো পোস্ট পাওয়া যায়নি।